বিদেশে উচ্চশিক্ষার উপরে নানা বিষয় নিয়ে HigherStudyAbroad.com এবং শিক্ষক.কম এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এই কোর্সটি। বিস্তারিত জানতে প্রথমে দেখে নিন নিচের ভিডিওটি।
কাদের জন্য এই কোর্স:
এই কোর্সটি বানানো হয়েছে উচ্চশিক্ষার্থে আগ্রহী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির পথে কি কি পরীক্ষা দিতে হয়, কিভাবে ইউনিভার্সিটি বাছাই, আবেদনপত্র জমা দেওয়া, ভিসার জন্য প্রস্তুতি- ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমাদের কোর্সে আলোচনা করা হবে। শুধু তাই নয়- কোর্সের শেষের দিকের ক্লাসগুলোতে দেশভিত্তিক ইউনিভার্সিটি বাছাইকরণ ও অধ্যায়নপরবর্তী সম্ভাবনা নিয়েও দৃষ্টিপাত করা হবে।
নিবন্ধনের লিংক:
দয়া করে এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করুন।
কোর্স কারিকুলাম:
প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের ভিডিও লেকচারগুলো সম্প্রচার করা হবে:
প্রথম ক্লাস: বিদেশে উচ্চশিক্ষা: কেন করব?
দিতীয় ক্লাস: কি কি পরীক্ষা দিতে হবে?
তৃতীয় ক্লাস: কিভাবে ইউনিভার্সিটি বাছাই করব?
চতুর্থ ক্লাস: স্কলারশিপ এবং ফান্ডিং
পঞ্চম ক্লাস: ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানোর খুটিনাটি
ষষ্ঠ ক্লাস: স্টেটমেন্ট অফ পারপাস - পরিচিতি ও প্রস্তুতি
সপ্তম ক্লাস: স্টেটমেন্ট অফ পারপাস – কাঠামো এবং লেখনপ্রক্রিয়া
অষ্টম ক্লাস: লেটার অফ রিকোমেন্ডেশন
প্রতিষ্ঠান পরিচিতি:
HigherStudyAbroad এর জন্ম ফেব্রুয়ারী ২০১১। সংক্ষেপে এটি HSA নামেও পরিচিত। বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং এই বিষয়ে আগ্রহী শিক্ষার্থিদের তথ্য সরবরাহ ও বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সহাযতা প্রদান করা- এই উদ্দেশ্যগুলো নিয়েই এর জন্ম।HSA একটি অরাজনৈতিক এবং অবানিজ্যিক প্রতিষ্ঠান যার সদস্য সংখ্যা বর্তমানে ১৬,০০০ ও বেশি। বাংলাদেশে শিক্ষাবিষয়ক পরামর্শদানের জন্য সর্ববৃহৎ এই সংগঠনটি অনলাইন এবং অফলাইন- দুই ধারাতেই কাজ করে। অনলাইন কার্যক্রমের মধ্যে পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষার প্রস্তুতি, ইউনিভার্সিটিতে আবেদনপত্র পাঠানো, ভিসা প্রোসেসিং ইত্যাদি নিয়ে শিক্ষার্থীদের সহায়তা করা। মাত্র দুই বছরে ইতিমধ্যে HSA’র সহয়তায় ২০০ এরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে বিদেশগমনে সক্ষম হয়েছে। অনলাইন কার্যক্রম পরিচালিত হয় HSA’র ওয়েবসাইট: HigherStudyAbroad.com এবং HSA’র ফেসবুক গ্রুপ: Group.HigherStudyAbroad.com থেকে। এসব প্লাটফর্ম ব্যবহার করে HSA নিয়মিত উত্তর দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের হাজার হাজার প্রশ্নের। ওয়েবসাইট এবং ফেইসবুক গ্রুপ মিলিয়ে HSA’র রয়েছে একশটিরো বেশি তথ্যসম্বলিত লেখা।
HSA’র অনুপ্রেরনায় বাংলাদেশের ১০ টিরও বেশি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে Higher Study Society। এই সংগঠন গুলো নিয়মিত ভাবে পরিচালনা করে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম। ইতিমধ্যেই HSA’র উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হয়েছে ২০টির ও অধিক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। HSA’র কাজ মূলত পরিচালিত হয় বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা। তাছাড়া বাংলাদেশে অবস্থানরত অনেক শিক্ষার্থী এই কার্যক্রমের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।