--------------------------বিসমিল্লাহির রাহমানির রাহিম--------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। দীর্ঘদিন পরে আজ টিউন করতে বসলাম। জীবনের সাথে ফিজিক্সের থিওরী অব ইনার্শিয়ার মিল আছে বলেই টিউন না করতে করতে একটা জড়তা চলে আসছিল। আশা করি এই জড়তাকে অতিক্রম করে আবার টেকটিউনসে নিয়মিত হবো। যাহোক, এখন কাজের কথায় আসি।
অনেক সময় দেখা যায় আমাদের অনেকের পিসিতে একই ফাইল বা ফোল্ডার একাধিক ড্রাইভে থাকে। যা আমাদের কম্পিউটারে জায়গার অপচয় ছাড়া আর কিছু না। এমন যদি হতো যে একটি সফ্টওয়ার দিয়ে সব ডুপ্লিকেট ফাইল গুলোকে আমরা অনায়াসে মুছে ফেলতে পারতাম তাহলে কেমন হতো? আপনাদের এই কথা ভেবেই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডুপ্লিকেট ফাইল ক্লিন করার একটি জনপ্রিয় সফ্টওয়ার Duplicate Cleaner Pro. আমি অন্ধ অনুকরণ পছন্দ করিনা। তাই ব্যবহার শুরু করার আগে আসুন সফ্টওয়ারটি সম্পর্কে বিস্তারিত তাদের নিজস্ব সাইট .থেকে জেনে নিই।
এতোক্ষণতো কেবল Duplicate Cleaner সম্পর্কে জানলেন। যদি ফিচারগুলো ভালো লেগে থাকে তাহলে এবার চলুন ডাউনলোড করা যাক । সফ্টওয়ারটির মূল্য মাত্র ২৯.৯৫ ডলার। ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাওয়ার কিছূ নেই, আমি এটা আপনাদের ফ্রিতেই দিবো। তবে আর দেরী কেন? এখনি ডাউনলোড করুন।
Duplicate Cleaner Pro |
ডাউনলোড হয়ে গেলে সফ্টওয়ারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন (আশা করছি আপনারা সফ্টওয়ার ইনস্টল কিভাবে করতে হয় সেটা জানেন)। ইনস্টল হয়ে গেলে সফ্টওয়ারটি রান না করে ডাউনলোড করা ফাইল হতে Instruction.txt File টা ওপেন করুন এবং নির্দেশিত পথে কাজ করুন। তারপর সফ্টওয়ারটি ওপেন করে ফুল ভার্সন উপভোগ করুন।
শেষ কথা
সফ্টওয়ারটি ব্যবহার করা খুবই সহজ। তারপরও যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। টিউনটি বড় হয়ে যাবে বলে আমি এর ব্যবহার দেখালাম না। যাহোক, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি । ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী টিউনে। আল্লাহ হাফেজ ।
0 comments:
Post a Comment